ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের বিভিন্ন স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবী সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় তাদের সম্মাননা ক্রেস্ট, গাছের চারা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ একাধিক বই তুলে দেওয়া হয়েছে।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) সদর উপজেলার বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘মধুহাটী পাবলিকিয়ান এসোসিয়েশন’- এ আয়োজন করে।
এর আগে বেলা সাড়ে তিনটায় মেধাবী সংবর্ধনার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ উপহার হিসেবে ছাতা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, মো. জাহাঙ্গীর কবিরের লেখা বিচিত্র কয়েদখানা ও আমগাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল ইসলাম মিন্টু প্রধান অতিথি ও যশোরের সরকারি এমএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সমন্বয়কারী মাসুদ রানার সভাপতিত্বে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন ও শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন, ‘মেধাবী হলেই হবে না, ইতিবাচক মেধাবী হতে হবে। লেখাপড়ায় কেউ আগ্রহী হলে তার সামনে প্রতিবন্ধকতা বলে কিছু থাকে না। শেখ হাসিনার যুগে কোনো ছেলেমেয়ে অর্থের অভাবে লেখাপড়া করতে পারবে না সেটা ঠিক না। শেখ হাসিনার কারণে দেশে শিক্ষার সুযোগ বেড়েছে।
প্রধান আলোচক মো. আতিয়ার রহমান বলেন, ‘শিক্ষা আমাদের দারিদ্র্য থেকে মুক্তি দেয়। এখন জ্ঞানভিত্তিক শিক্ষা নয়, দক্ষতাভিত্তিক পড়ালেখা হচ্ছে। শিক্ষা আমাদের এমন সম্পদ যা কেউ কেড়ে নিতে পারে না। তাই আমাদের একাডেমিক পড়ালেখার বাইরেও পড়ালেখা করতে হবে।'
মন্তব্য করুন