পরকীয়াসংক্রান্ত কারণে স্ত্রী রাজিয়া খাতুন সুমিকে (২৬) হত্যা করেছেন স্বামী রাকিবুল ইসলাম (৩৫)। এ ঘটনায় রাকিবুল ও প্রেমিক মো. নজরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় সুমির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুমির সঙ্গে নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। এই সম্পর্ক একপর্যায়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়। ২৪ আগস্ট রাত অনুমান ৯টার সময় সুমি প্রেমিক নজরুলের সঙ্গে বাড়ির পাশে ডোবা পুকুরের পাড়ে দেখা করতে যায়। এর কিছুক্ষণ পর স্বামী রাকিবুল ঘরের বারান্দায় এলে স্ত্রী সুমি ও তার প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে ঘটনাস্থলে গেলে প্রেমিক দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্ত্রী সুমিকে জিজ্ঞাসাবাদ করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাকিবুল সুমিকে তার ওড়না দিয়ে প্যাঁচিয়ে হত্যা করে পুকুরের মধ্যে ফেলে বাড়িতে চলে আসেন। পরে হত্যার বিষয়টি যেন কেউ বুঝতে না পারে এর জন্য রাকিবুল তার শাশুড়ি এবং খালা শাশুড়িকেও ফোন করে বলে সুমিকে খুঁজে পাচ্ছেন না। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে তদন্ত করে সত্য ঘটনা উদঘাটন করা হয়। এ ঘটনায় রাকিবুল ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, তদন্তের মাধ্যমে আমরা রহস্য উদঘাটন করতে সক্ষম হই। পরে আসামি দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন