সিলেট ঘর থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক সিসিক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।
নিহত ফাহিম সিলেট সিটি করপোরেশনের পানি শাখায় কাজ করতেন। তিনি লোহারপাড়ার ১৮ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্তায় সিসিক কর্মচারীর লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখতেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন