নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি নিয়ে চরম কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কৃষক দলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কৃষক দলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটিতে চরম দ্বন্দ্ব কোন্দল দেখা দিয়েছে। অর্থের বিনিময়ে বিতর্কিতদের কমিটিতে পদায়নসহ আওয়ামী লীগের দোসরদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলের নেতাকর্মীরা দুভাবে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন।

এমনকি চাঁদাবাজি ও দখলবাজিসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া ও সদস্য সচিব আলম মিয়া।

এর আগে, গত সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী পাল্টা অভিযোগ করে কমিটি বাতিল করার দাবি জানান।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে অভিযোগ করে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া বলেন, চাঁদাবাজ, দখলবাজ ও স্বৈরাচারের দোসরদের সঙ্গে আমাদের দলের কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি মিলে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে। এসব অভিযোগে বিভিন্ন সময়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- অ্যাডভোকেট নজরুল ইসলাম, সার্জেন্ট মোমেন, আমির বেপারী ও আহমেদ বাবুল। তাদের মধ্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম বর্তমান জেলা কমিটি যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও বিগত সময়ে তাকে রূপগঞ্জ থানার সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। সার্জেন্ট মোমেন বর্তমানে জেলা কৃষক দলের সদস্য পদে থাকলেও বিগত সময়ে রূপগঞ্জ ইউনিয়নের সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

ফতুল্লা থানার আহ্বায়ক পদ থেকে আমির বেপারী ও সোনারগাঁও থানার সদস্য সচিব পদ থেকে বাবুল আহমেদকে অনেক আগে বহিষ্কার করা হয়েছে। তাদের দুজনের সঙ্গে কৃষকদলের বর্তমানে কোনো সম্পর্ক নেই।

জেলা কমিটি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, ‘জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও রূপগঞ্জ থানার সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও সাংগঠনিক দুর্বলতার কারণে ২০২৩ সালের ৩০ নভেম্বর রূপগঞ্জ থানার সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির আন্দোলন সংগ্রামে তার কোনো সম্পৃক্ততা ছিল না।’

তিনি আরও বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিনের যোগসাজশে রূপগঞ্জ ইউনিয়নের একাধিক মৌজার আবাদী জমিতে বালু ভরাট করে কৃষকদের জমি বিনষ্ট করেছিল। গ্রামের অসহায় ব্যক্তিদের বাড়ি ঘর জোরপূর্বক দখল করেছিল।’

নজরুল ইসলাম বলেন, ‘এমনকি আওয়ামী লীগের দোসরদের আস্থাভাজন হওয়ার জন্য তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর নানাভাবে নির্যাতন চালিয়েছিলেন। এভাবে বিগত সময়ে তিনি স্বৈরাচার সরকারের লোকজনদের আস্থাভাজন হয়ে কোটি কোটি টাকা আয় করেছেন।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ স্বৈরাচারদের পুনঃপ্রতিষ্ঠিত করতে আমাদের সুসংগঠিত সংগঠনকে নিঃস্ব করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে নজরুলসহ তার সহযোগিরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দলীয় হাইকমান্ডকে জানিয়েছি।’

কৃষকদলের সদস্য সার্জেন্ট মোমেন সম্পর্কে তিনি বলেন, ‘জেলা কৃষক দলের সদস্য ও রূপগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি সার্জেন্ট মোমেনকে চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ১০ এপ্রিল রূপগঞ্জ ইউনিয়নের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি নেতাকর্মীদের নির্যাতন করে নিজের স্বার্থ হাসিল করেছে।’

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর রূপগঞ্জে তার এলাকায় ৪০ বিঘা জমির উপর মাছের প্রজেক্ট দখল করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখনো এলাকার সাধারণ মানুষকে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে। এ বিষয়ে আমাদের কাছে যঠেষ্ট প্রমাণ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে রূপগঞ্জের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো. আলম মিয়া, যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, শাহ আলম, সেলিম দিপু, শাহাদাত চৌধুরী, মুজাম্মেল মেম্বার, সদস্য নাজিম ও সবুজ প্রমুখ।

এসব অভিযোগ অস্বীকার করে জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও রূপগঞ্জ থানার সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘এগুলো সব মিথ্যা ও বানোয়াট অভিযোগ। তারা মূলত টাকার বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে এনেছেন। এ ছাড়া তাদের সঙ্গে আওয়ামী লীগের দোসরদের সম্পর্ক রয়েছে, যার ছবি আমরা এরইমধ্যে গণমাধ্যমকে দেখিয়েছি।’

এর আগে, সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা কৃষকদলের একাংশের নেতৃবৃন্দরা পাল্টা অভিযোগ তুলে জেলা কৃষকদলের কমিটি বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘কৃষক দলের জেলা কমিটি শাহিন ও আলমের কাছে নিরাপদ নয়। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। অর্থের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে তোপের মুখে পড়ে দুজনকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগের দোসরদের নিয়ে জেলা কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। এ কারণে জেলা কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।’

সেই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য ও রূপগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি সার্জন মোমেন, ফতুল্লা থানার সাবেক আহবায়ক আমির বেপারী ও সোনারগাঁও থানার সাবেক সদস্য সচিব বাবুল প্রমুখ।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জেলা কৃষকদলের আহ্বায়ক হিসেবে ডা. শাহিন মিয়া ও সদস্য সচিব হিসেবে মো. আলম মিয়াকে রাখা হয়।

পরে গত ২৩ এপ্রিল দলীয় শৃঙ্খলা পরিপন্থী অপরাধে জড়িত থাকার অভিযোগে জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেওয়ান মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীকে কেন্দ্র থেকে অব্যাহতি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৩০ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

বিজেপি নেতার তোপে মোদি ও অমিত শাহ

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

পাকিস্তানের তথ্যমন্ত্রী / ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত

নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে

সাড়ে সাত হাজার চিকিৎসকের পদোন্নতি আটকে

বগা সেতু বাস্তবায়নে উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক

মানবিক সহায়তা করিডোর বিষয়ে গণসংহতি আন্দোলনের বিবৃতি

আর্সেনালকে হারিয়ে ফাইনালে এক পা পিএসজির

১০

স্বাস্থ্য পরামর্শ / ডায়াবেটিস নিয়ন্ত্রণে জীবনযাপনে পরিবর্তন প্রয়োজন

১১

ঢাবির বাসে হামলা, বিচার চায় ছাত্রদল-শিবির-ছাত্রফ্রন্ট

১২

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে— স্লোগানে ফরিদপুরে মিছিল

১৩

বিশ্লেষণ / ভারত কি এবার সত্যিই আক্রমণ করবে? 

১৪

মেস থেকে জবি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

১৫

মুরাদনগরে পুলিশি হয়রানি বন্ধ ও এসপি-ওসির প্রত্যাহার দাবি

১৬

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার!

১৭

যুদ্ধে যেতে বাধ্য রাশিয়ায় পাচার হওয়া ১০ বাংলাদেশি, নিহত ৩

১৮

মাটির নিচে পাওয়া মর্টার শেল বিস্ফোরণ, অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৯

বরিশালে একযোগে ১১ পুলিশ পরিদর্শকে বদলি

২০
X