সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদন ও বিক্রি করায় মেসার্স ইসমাইল ফুডস নামে কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। বিএসটিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এ কারখানা পরিচালনা করা হচ্ছিল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজিপুরের গান্ধাইল এলাকায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে। একইসঙ্গে এর মালিক মো. লিটনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিশু খাদ্যের কারখানায় সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গান্ধাইল এলাকায় মেসার্স ইসমাইল ফুডসে অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধভাবে বিভিন্ন মোড়কে রোবো ড্রিংকস, চাটনি উৎপাদন করতে দেখা যায়।
এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক মো. লিটনকে অভিযুক্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানা সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়। সেইসঙ্গে বিপুল পরিমাণ শিশু খাদ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আতিকুর রহমান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন