হবিগঞ্জের নবীগঞ্জে ৫০ টাকা রিকশা ভাড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কানাইপুর শান্তিনগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
সংঘর্ষে গুরুতর আহত ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন—রুহুল আমীন (২৪), তার স্ত্রী জাহান্নাতুল বেগম (২১), তাহমিনা বেগম (২০), উজ্জ্বল মিয়া (৩২), ইকবাল মিয়া (৪৫), সিতন মিয়া (৩৩), উজ্জ্বল মিয়া (৩০), সুফিয়া বেগম (৪৫) ও উমর আলী (৬০)। এছাড়া বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কানাইপুর এলাকার বাহার মিয়ার ছেলে রুহুল আমিন সকালে একই গ্রামের রুশন মিয়ার ছেলে আলমগীর মিয়ার কাছে বাকি থাকা ৫০ টাকা রিকশাভাড়া চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে উভয় পরিবারের লোকজন দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে স্থানীয়রা বারবার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে সংঘর্ষের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন