নাটোরের লালপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৬০ জন সুবিধাভোগীদের মাঝে ৭৫০০ কেজি গরুর খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে লালপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সুবিধাভোগী অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরুর খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ জানান, ৩০ জন সুফলভোগীদের মাঝে বকনা প্যাকেজের ৩ হাজার কেজি গরুর খাদ্য বিতরণ করা হয়েছে। এ ছাড়া বাড়ন্ত ষাঁড় প্যাকেজের আওতায় ৩০ জন সুফলভোগীদের মাঝে ৪ হাজার ৫০০ কেজি গরুর খাদ্য দেওয়া হয়। হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. মোত্তালেব হোসেন, উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) আবু রায়হান প্রমুখ।
মন্তব্য করুন