চট্টগ্রাম আদালতের জেলা হাজতখানার সামনে থেকে দুই আসামি পালিয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে তারা পালিয়ে যান।
তারা হলেন- লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে ও হত্যা মামলার আসামি ইকবাল হোসেন। অপরজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজি মালেক ড্রাইভার বাড়ির কামাল উদ্দিনের ছেলে ও সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, দুজনকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছিল। আদালতের কার্যক্রম শেষে তাদের জেলা হাজতখানায় নেওয়া হয়। পরে সেখান থেকে প্রিজনভ্যানে তোলার সময় তারা পালিয়ে যায়। এ সময় আদালত প্রাঙ্গণে হৈচৈ পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে অন্যান্য আসামিদের সঙ্গে তাদের দু্জনকেও হাজতখানা থেকে প্রিজনভ্যানে তোলার জন্য বের করে পুলিশ। কিন্তু তারা প্রিজনভ্যানে না উঠে পালিয়ে যায়। এ সময় চারদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সিএমপি ও জেলা পুলিশের তৎপরতা বেড়ে যায়।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, দুই আসামি পালানোর ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।
মন্তব্য করুন