গোপালগঞ্জ কাশিয়ানীতে সাবেক বিচারপতি খিজির হায়াতের বাসভবনে যেতে সরকারি খরচে রাস্তা করে দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয় গোপালগঞ্জ থেকে পরিচালিত একটি এনফোর্সমেন্ট অভিযানে গিয়ে বিষয়টি দেখতে পায় দুদক টিম।
দুদক সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলা এলজিইডি কার্যালয়ে বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট কার্যালয়ে থেকে তথ্য সংগ্রহ করে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।
এ সময় গোপালগঞ্জ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলা এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের তালিকা সংগ্রহ করা হয়। এরপর কয়েকটি প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনে করে দুদক।
এ সময় আভিযানিক দল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিংগা হাইস্কুল থেকে রামদিয়া ৭.৫ কিলোমিটার সড়ক কার্পেটিংয়ে অনিয়মের প্রমাণ পায়।
দুদকের আভিযানিক দল দেখতে পায়, রাস্তাটির কাজের মান খারাপ করলেও ঠিকাদার পাশে অবস্থিত বিচারপতি খিজির হায়াৎ এর বাসভবনের সামনে প্রায় ৬৫ মিটার রাস্তা সরকারি টাকায় করে দিয়েছেন। অন্যান্য জায়গায় রাস্তা খারাপ হলেও বিচারপতির বাড়ির রাস্তা উন্নত।
অভিযানে বিষয়ে দুকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, সাবেক বিচারপতি খিজির হায়াত চৌধুরী ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে জনগণের ট্যাক্সের টাকায় নিজ বাড়ির সামনে রাস্তা করে নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।
এ ছাড়া পুরাতন রাস্তায় তার জমি থাকায় সেই রাস্তায় কার্পেটিং করতে না দেওয়ায় সাধারণ মানুষের চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ জনগণ নানান ভোগান্তিতে পড়ার প্রাথমিক সত্যতা মিলেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিচারপতির পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তিনি রাস্তার অংশ বিশেষে কাজ করতে দেননি। জনগণের করের টাকায় নিজের বাড়ির সামনে ৬৫ মিটার পিচের রাস্তা করিয়ে নিয়েছেন।
মন্তব্য করুন