ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুদিন পর ভুট্টাক্ষেত থেকে শেখ আল আজাদ (৬০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষক মধুখালী উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা।
আটক রাসেল শেখ (৪০) উপজেলার চরবামুন্দী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালবেলা মাদ্রাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সেদিন রাতেই মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করে।
এরপরই তদন্তে নামে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় চরবামুন্দী গ্রামের রাসেল শেখ (৪০) নামের এক ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে লাশের অবস্থান জানান তিনি।
মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, শেখ আল আজাদ নিখোঁজের ঘটনায় তদন্ত করে রাসেল শেখকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া এখনো চলমান। এ সময় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন