ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নবীনগর রাধিকা সড়কের শিবপুর ইউপির ধনাশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শেমন্তঘর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে উজ্জল মিয়া (১৯) ও একই গ্রামের আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, মোটরসাইকেলটির অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ এলাকায় প্রায়ই বেপরোয়া গতির জন্য মোটরসাইকেল এবং অটোরিকশার চালকদের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে।
নবীনগর ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন