গাজীপুর টঙ্গীর শীলমুন এলাকায় একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। তিতাস কর্তৃপক্ষ বলছে, কারখানাটি অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে প্রতি মাসে ৪ লাখ টাকা মূল্যের গ্যাস চুরি করে আসছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, টঙ্গীর শীলমুন এলাকায় কয়েকটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিতাস কোম্পানির টঙ্গী জোনের কর্মকর্তারা। এ সময় ওই এলাকায় ডেনিম শেয়ার নামে একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসান, দেলোয়ার হোসেনসহ তিতাস গ্যাসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান বলেন, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহার করে আসছিল। অভিযানের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন