কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে 

কেটে নেওয়া গাছের গুঁড়ি। ছবি : কালবেলা
কেটে নেওয়া গাছের গুঁড়ি। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে প্রধান শিক্ষকের সহযোগিতায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাজন বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে।

রোববার (২৭ এপ্রিল) সকালে স্থানীয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা তিনটি গাছ কাটা অবস্থায় দেখতে পান।

সরেজমিনে দেখা যায়, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তিনটি পুরোনো ও বড় আকৃতির গাছ কেটে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজন বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় গাছগুলো কেটে নিয়ে গেছেন। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আমরা যখন এই স্কুলে পড়েছি, তখন এই গাছগুলো আমরাই লাগিয়েছিলাম। এলাকাবাসী এগুলো স্কুলের গাছ বলেই জানত। শুক্রবার রাজন বিশ্বাস প্রধান শিক্ষকের সহায়তায় কয়েকজন মিলে গাছগুলো কেটে নিয়ে যান। এটা সম্পূর্ণ অনৈতিক। সরকারি গাছ এভাবে নিয়ম না মেনে কাটা যায় না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে অভিযুক্ত রাজন বিশ্বাস জানান, প্রধান শিক্ষক আমাকে গাছগুলো কাটতে বলেছেন। এ কারণেই আমি গাছগুলো কেটেছি। গাছ বিক্রির টাকা প্রধান শিক্ষকের কাছে দিয়ে দেবেন বলেও জানান তিনি।

স্থানীয় গাছ ব্যবসায়ী দিলু ব্যাপারী জানান, রাজন গাছ কাটার জন্য শ্রমিক নেওয়ার জন্য আমার কাছে এসেছিল। আমি লোক পাঠিয়ে দিই, তারা গাছ কেটে চলে আসে। এর বেশি কিছু আমি জানি না।

একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার স্কুল ছুটি হওয়ার পর আমরা সবাই বাসায় চলে যাই। পরে দুই দিন স্কুল বন্ধ ছিল। রোববার এসে দেখি স্কুলের পাশের গাছগুলো কে বা কারা কেটে নিয়ে গেছে। গাছগুলো স্কুলের না। সরকারি খাস জমির গাছ। এই গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

রায়গ্রাম ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুর রহমান জানান, গাছ কাটার বিষয়টি আমি কিছুই জানি না। কেউ আমাকে কিছু জানায়নি। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, সরকারি গাছ কেটে নেওয়ার কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুবিধাভোগীদের মাঝে গো-খাদ্য বিতরণ

‘রিয়াল আগে আমাদের হারাক, তবেই কথা বলুক’

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক

ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে তেলবাহী ট্রাক লুট

রাজউক চেয়ারম্যানকে এবি পার্টির ২৮ দফা প্রস্তাব

এমএনপি সেবায় গতি আনতে কর প্রত্যাহার ও মাস্কিং সুবিধা চালুর আহ্বান

টিভি চ্যানেলে আমাকে ১৩ হাজার টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল : তথ্য উপদেষ্টা

‘প্রায় চ্যাম্পিয়ন’ না এবার সত্যিই ইউরোপ সেরা হবে আর্সেনাল?

বেবিচক তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ভাংতি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

১০

তিন ঘণ্টা নিজ দপ্তরে অবরুদ্ধ এনবিআর চেয়ারম্যান

১১

আদালত চত্বরে জামাই-শ্বশুরের মারামারি

১২

‘অসাধারণ’ ছুটিতে ঢাবির সাবেক ভিসি অধ্যাপক মাকসুদ কামাল 

১৩

স্টারলিংকের লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি

১৪

সেই অটোরিকশা নিয়ে বুয়েট শিক্ষকের স্ট্যাটাস

১৫

জাহাজ চলাচল নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল-স্টারনুলারের এমওইউ

১৬

কেরানীগঞ্জে এলজিইডি অফিসে দুদকের অভিযান

১৭

পাকিস্তানকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র দিল চীন, উদ্বিগ্ন ভারত

১৮

‘হানিট্র্যাপ বিশ্ববিদ্যালয়’ : বছরে ৩৫০০ কোটি খরচ পাকিস্তানের

১৯

‘আমরা সেই চোরাবালিতে ডোবার চেষ্টা করছি’

২০
X