বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। থানায় দায়িত্ব গ্রহণের ৬ মাসের মাথায় তাকে বদলি করা হলো।
সোমবার (২৮ এপ্রিল) তাকে হিজলা থানায় বদলি করা হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. মাসুম বিল্লাহ।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় যোগ দেন ওসি মো. সফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের ১১ দিনের মাথায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ অক্টোবর তাকে বরিশাল পুলিশ লাইনে ক্লোজ করা হয়। পরবর্তীতে ১৬ অক্টোবর পুনরায় তাকে বাকেরগঞ্জ থানায় দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে ধর্ষণ মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করা, বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামিকেও গ্রেপ্তার না করাসহ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রকাশ্যে এলাকায় অবস্থান ও মামলা রেকর্ড ও প্রতিবেদনের নামে ঘুষ গ্রহণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সম্প্রতি এক তরুণীকে ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করার অভিযোগ ডিআইজিকে জানায় ওই তরুণীর পরিবার।
এসব ঘটনায় তীব্র সমালোচনা ও চাপের মুখে শেষমেশ ওসি মো. সফিকুল ইসলামকে বদলি করা হলো।
মন্তব্য করুন