জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার পুলিশ লাইন্স এলাকায় আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো সেই বাদশাহ ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৫টি মামলা রয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) ভোরে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাদশাহ ফাহিম উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মো. হুমায়ূন কবিরের ছেলে।
জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে ফাহিম পলাতক ছিলেন। সম্প্রতি একই গ্রামের ফুফুর বাসায় এসে আশ্রয় নেন তিনি। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ওই বাসা থেকেই তাকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম কালবেলাকে জানান, ফাহিম বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্স এলাকায় শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। সে আওয়ামী লীগের রাজনীতি করত। দলীয় অস্ত্রবাজ ক্যাডার হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে আগেরও একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার আদালতে তোলা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।
মন্তব্য করুন