পটুয়াখালীর বাউফলে পেট্রলের আগুনে দগ্ধ জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক মো. নাসির উদ্দিন মারা গেছেন। রোববার (২৭ এপ্রিল) মধ্য রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মো. নাসির উদ্দিন উপজেলার কালিশুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। এর আগে শনিবার (২৬ এপ্রিল) রাতে তিনি উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে মোটরসাইকেল চালককে পেট্রল দিতে গিয়ে দগ্ধ হন।
জানা গেছে, শিক্ষকতার পাশাপাশি বাজারে ব্যবসা করতেন নাসির উদ্দিন। লোডশেডিং চলাকালীন মোমবাতি জ্বালিয়ে একজন মোটরসাইকেলচালককে পেট্রল দিতে গেলে হাত ফসকে মোমবাতি পড়ে গিয়ে দোকানে আগুন লেগে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন এবং দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা।
নাসির উদ্দিনের সহকর্মী মাওলানা মোহাম্মদ মহসীন মীর বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাসির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মন্তব্য করুন