সিলেটে রিফল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার সিলাম রাস্তার মুখে তাকে কুপিয়ে ও পিটিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
আহত রিফল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমেসের আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, রিফল রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করেন। ওই দিন রাতে সিলাম রাস্তার মুখে অবস্থান করছিলেন তিনি। এ সময় ২০-৩০ জন তার ওপর হামলা চালায়। লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেয় এবং ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে রিফল অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রিফলের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের কোপ রয়েছে এবং তার বাম পা ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশের হাড় ফেটে গেছে।
ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, রিফল আহমদ নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন