মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) পৌর যুবদলের আহ্বায়ক রজিব হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোবারক হোসেনকে যুবদলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও তার সঙ্গে সব নেতাকর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, মোবারক হোসেনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফলে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মোবারক হোসেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, যুবদল একটি আদর্শিক সংগঠন। এখানে অপরাধের কোনো জায়গা নেই। মোবারক হোসেনের কর্মকাণ্ড আমাদের সংগঠনের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। তাই কেন্দ্রীয় ও স্থানীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, যুবদলের ভাবমূর্তি রক্ষা করতে হলে এমন কঠোর সিদ্ধান্ত নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সংগঠনের নাম ব্যবহার করে কোনো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সাহস না পায়।
মন্তব্য করুন