কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিষপান করে নুর কলিমা (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ এপ্রিল) সকালে কুতুপালং মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের- ব্লক ডি- তে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করছেন।
নিহত নুর কলিমা মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. সলোমানের স্ত্রী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের ধরে স্ত্রী নুর কলিমা নিজ বসতঘরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। পার্শ্ববর্তী লোকজন দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থা অবনতি হলে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহতের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন