কুমিল্লার মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের জমিতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পশ্চিম পাড়ার মৃত বীর চরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৫৫) ও উপজেলার আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩২)।
স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে কৃষকরা ধান কাটার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় আচমকা বজ্রপাতে আমাদের গ্রামের নিখিল ও দেওড়া গ্রামের জুয়েল মারা যায়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন