নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ চুনা ও ঢালাই কারখানায় অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
রোববার (২৭ এপ্রিল ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর ও জৈনপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগীয় সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় অভিযানটি পরিচালনা করেন।
তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে একটি চক্র চুনা কারখানা ও ঢালাই কারখানা চালিয়ে আসছিল।
তিনটি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে ভেকু দিয়ে কারখানাটি ভেঙ্গে দেওয়া এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহৃত জিনিস জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন