নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদীর মাধবদী শহর শাখার সাধারণ সম্পাদক আতিক আসলাম মাসুদকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে মাধবদী পৌর এলাকা থেকে তাকে পুলিশ উদ্ধার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ মোট তিনটা মামলা রয়েছে।
আটক হওয়া আতিক আসলাম মাসুদ মাধবদী পৌর শহরের টাটাপাড়া গ্রামের অলিউল্লাহর ছেলে এবং মাধবদী শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় বলে স্থানীয়রা জানায়।
জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাধবদী শহর শাখার সাধারণ সম্পাদক আতিক আসলাম মাসুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলাকারী হিসেবে চিহ্নিত। সে দীর্ঘদিন পলাতক ছিল। রোববার দুপুরে ছাত্র-জনতা তাকে মাধবদী পৌর এলাকায় দেখতে পেয়ে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘মাধবদী শহর শাখার সাধারণ সম্পাদক আতিক আসলাম মাসুদকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে জনতা তাকে গণপিটুনি দেয়নি, সে পালানোর সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় তিনটা মামলা রয়েছে।’
মন্তব্য করুন