সিলেটের কানাইঘাটে লোভাছড়া পাথর কোয়ারিতে চাঁদাবাজির অভিযোগে নারায়ণ চন্দ্র দাস নামে সেই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলাসহ বহিরাগত এলাকার বেশ কয়েকজন লোক চিন্তারবাজার লোভা নদীর পারে পুলিশ কনস্টেবল নারায়ণ চন্দ্র দাসকে কোয়ারি থেকে ছেড়ে আসা পাথরবাহী বারকি নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ এনে জেরা করছেন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যের পরনের প্যান্টের পকেট থেকে টাকা বের করে আনেন।
স্থানীয়রা জানান, কানাইঘাটের লোভাছড়া কোয়ারির প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর নিলাম দরপত্রের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়েছে। তবে পাথর বিক্রির অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিছু অসাধু লোক নিলামে ক্রয়কৃত পাথর চুরি করে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই পাথরগুলো চুরি করা হচ্ছে। এতে নৌকাপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা পান পুলিশের কিছু অসাধু কর্মকর্তা।
কানাইঘাট থানার অফিসার ওসি মো. আব্দুল আউয়াল কালবেলাকে জানান, পুলিশ কনস্টেবল নারায়ণ চন্দ্র দাসকে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগটি পুলিশ তদন্ত করে দেখছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন