সিলেটের কোম্পানীগঞ্জে এম. সাইফুর রহমান কলেজের নতুন গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
রোববার (২৭ এপ্রিল) কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন প্রদান করে।
মিফতাহ সিদ্দিকী একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। শিক্ষা উন্নয়নে তার অবদান ও নেতৃত্বের দক্ষতাকে সম্মান জানিয়ে কলেজ পরিচালনা পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর মিফতাহ্ সিদ্দিকী বলেন, শুধু নামের কারণে বৈষম্যের শিকার হয়ে এম. সাইফুর রহমান কলেজ অনেক অবহেলিত ছিল। শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য আমি কাজ করব। শিক্ষার্থীদের সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার। কলেজের অ্যাকাডেমিক এবং অবকাঠামোগত উন্নয়নে শিগগিরই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সাইফুর রহমান কলেজ আরও সমৃদ্ধ ও উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাইফুর রহমান কলেজ দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
মন্তব্য করুন