চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জোড়া খুনের ঘটনায় ৩ দিনের রিমান্ডে ছোট সাজ্জাদ

সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। ছবি : সংগৃহীত
সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ বেগম নাজমুন নাহার পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান বলেন, হাটহাজারী থানার হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন।

গত বছরের ২৮ আগস্ট চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন অক্সিজেন-কুয়াইশ সড়কে গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন- মাসুদ কায়সার ও মো. আনিস।

পুলিশের ভাষ্য, নগরীর অনন্যা আবাসিক এলাকায় নাহার কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে দুজন হেঁটে যাচ্ছিলেন। মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীর ছোঁড়া গুলিতে আনিস ঘটনাস্থলে মারা যান। কায়সার দৌড়ে কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে ধরে গুলি করা হয়। আহত অবস্থায় কায়সারকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাসুদ কায়সারকে যেখানে গুলি করে খুন করা হয়েছে, সেটি নগরীর শেষপ্রান্ত পেরিয়ে হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকা। এজন্য তার ভাই মো. আরিফ বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলায় ছোট সাজ্জাদসহ ছয়জনকে আসামি করা হয়। এতে পূর্বশত্রুতার জেরে তাকে খুনের কথা উল্লেখ করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ কালবেলাকে বলন, গত বছরের ২৮ আগস্ট ডাবল মার্ডারের একটি ঘটনা ঘটেছিল। যার মধ্যে একটি পড়েছে হাটহাজারীতে। ওই ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সাজ্জাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

খুন, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাজ্জাদের বেপরোয়া কর্মকাণ্ডে খোদ পুলিশে তোলপাড় শুরু হয়। গত ২৮ জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বায়েজিদ বোস্তামি থানার ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দেন। এরপর ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশ পুরস্কার ঘোষণা করে। গত ১৫ মার্চ তাকে ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়।

কারাবন্দি থাকা অবস্থায় চট্টগ্রাম নগরীতে চাঞ্চল্যকর একটি জোড়া খুনের মামলায় আসামি হয়েছেন ছোট সাজ্জাদ। গত ৩০ মার্চ গভীর রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে একাধিক মোটর সাইকেলে থাকা সন্ত্রাসীরা প্রাইভেট তারকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। প্রাইভেট কারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে প্রবেশ করে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় পৌঁছানোর পর থেমে যায়। তখন বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে দুই যুবক নিহত ও দুজন আহত হন। নিহতরা হলেন- বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ।

এ ঘটনায় মানিকের মা ফিরোজা বেগম কারাগারে থাকা ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ সাতজনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনা অনুসারে আসামিরা গুলি করে মানিকসহ দুজনকে হত্যা করেছে। ওই মামলায় সাজ্জাদকে তিন দফা রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

ছোট সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৫টিরও বেশি মামলা রয়েছে। সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়েই চলছে, আজও অস্বাস্থ্যকর

চট্টগ্রামে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

সাগরে দ্বীপ দখল করল চীন, প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা

জুমার নামাজে খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও 

নীরবতা ভেঙে ইরেশ যাকেরের পাশে দাঁড়ালেন বাঁধন

সাতক্ষীরায় ৪৪ মামলা ও নির্যাতনের শিকার যুবদল নেতা আইনুল ইসলাম 

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউআইইউ 

রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৫

বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

১০

কাশ্মীর উত্তেজনা / পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়াল চীন

১১

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

১২

কাশ্মীর ইস্যুতে ভারত কী করছে, জানাল নিউইয়র্ক টাইমস

১৩

উত্তেজনা বাড়ালে মোদিকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব: প্রতিরক্ষামন্ত্রী

১৪

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা

১৫

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

২৮ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বাংলাদেশ কারো মুখাপেক্ষী নয়, বরং স্বনির্ভর : মুশফিকুল ফজল আনসারী

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

২৮ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

২০
X