রাজশাহীর পদ্ম নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মো. ফাহিম (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোর মো. ফাহিম নগরের কাজিহাটা এলাকার মো. তুহিনের ছেলে। সে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ফাহিম রোববার দুপুরে পদ্মা নদী টি-বাঁধ এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে।
পরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নদী দামকুড়া থানার ভেতরে হওয়ায় এ নিয়ে ওই থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন