চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে করা মামলায় মো. রফিকুল ইসলাম (৫৩) নামে এক কাভার্ডভ্যান চালককের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন। রায়ের সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিকে পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।
খালাসপ্রাপ্তরা হলেন কেরানীগঞ্জের মো. আব্দুর রহমান (৫৫), রাজধানীর পল্লবীর রবিউল ইসলাম রাব্বি (৩২) এবং কক্সবাজারের রামুর জামাল উদ্দিন (৪১)।
দণ্ডপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর পূর্ব বাইশটেকি হাজি আলী হোসেন সড়কের মৃত সিরাজ উদ্দিন বেপারির ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার বিচার চলাকালে মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।
মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, ২০১৯ সালের ৬ মার্চ নগর গোয়েন্দা বিভাগের (বন্দর) একটি দল কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকায় মমতাজ হোটেলের সামনে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামায়। পরে চালক মো. রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজার জেলার রামু থেকে ইয়াবা নিয়ে তিনি চট্টগ্রাম এসেছেন। পরে চালকের আসন ও পাশের সিটের নিচে বিশেষভাবে রাখা ৮৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি।
পরে এ ঘটনায় ৭ মার্চ ডিবি বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম বাদী হয়ে রফিকুলসহ পলাতক জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে এজাহারনামীয় আসামি করে মাদক মামলায় একটি মামলা দায়ের করেন।
মন্তব্য করুন