রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘বন্ধুর’ স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

রৌমারী থানা। ছবি : কালবেলা
রৌমারী থানা। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারীতে দিনমজুরের স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সদস্যের বিরুদ্ধে পরকীয়া অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দিনমজুর সাইদ মিয়া।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মোস্তাফিজুর রহমান। তিনি রৌমারী থানার কনস্টেবল এবং ওসির পুলিশ ভ্যানের ড্রাইভার হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, ৮ বছর আগে রৌমারী উপজেলার মধ্য ইছাকুড়ি গ্রামের এক মেয়ের সঙ্গে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাওপুর গ্রামের সাইদ মিয়ার বিয়ে হয়। বি‌য়ের পর থে‌কে ওই দম্পতি রৌমারী‌র শহরের ভাড়া বাসায় বসবাস ক‌রে আস‌ছেন। তাদের ঘরে পুত্র সন্তান রয়েছে। জীবিকা হিসেবে ওই দিনমজুর রৌমারী এলসি পোর্টে পাথর ভাঙার কাজ করতেন। পাশাপাশি তিনি জিঞ্জিরাম নদীতে মাছ ধরতেন।

মাছ ধরার সুবাদে রৌমারী থানার কনস্টেবল মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় ওই দিনমজুর যুবক ভাড়া বাড়িতে পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমানকে দাওয়াত দিয়ে নিয়ে যান। তারপর পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর তার স্ত্রীর মোবাইল নম্বর নেন। পরবর্তীতে দুজনের মধ্যে কথাবার্তা চলতে চলতে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়‌টি জানাজা‌নি হ‌লে দিনমজুর ভুক্তভোগী স্বামী রৌমারী থানায় লিখিত অভিযোগ ক‌রেন।

ভুক্তভোগী দিনমজুর কালবেলাকে বলেন, আমি পাথর ভাঙার কাজ করি। এ ছাড়াও নদীতে মাছ ধরি। মাছ ধরার সময় মোস্তাফিজুরের সঙ্গে পরিচয় হয়। পরে তিনি প্রায় আমার সঙ্গে নদীতে মাছ ধরতেন। এ সুবাদে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গরে ওঠে। পরে ওই পুলিশ সদস্য আমার ভাড়া বাসায় দাওয়াত খেতে আসছিলেন এবং আমার স্ত্রী সঙ্গেও পরিচয় হয়। পরে তারা দুজন সম্পর্কে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে কথা হলে ভুক্তভোগীর স্ত্রী কালবেলাকে বলেন, আমার স্বামী অন্য মানুষের সঙ্গে কথা বললে অবিশ্বাস করে। কারও সঙ্গে কথা বলতে দেন না। আমার স্বামীর সঙ্গে মোস্তাফিজ মাছ ধরতে যান। এ পরিচয়ে ভাবি হিসেবে কথা বলি। তবে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার স্বামী মিথ্যা কথা বলছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, আমার মাছ ধরার অভ্যাস ছিল। এ সুবাদে তার সঙ্গে প্রায় দিন মাছ ধরতে যেতাম। পরে তার পরিবারের সঙ্গে পরিচয় হয়েছিল।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ওই পুলিশ সদস্য জনৈক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়ার মৌখিক অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমরা লজ্জিত : সারজিস আলম

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ আগুন

জুলাই আন্দোলনে সম্পৃক্ততা: জাবির ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত

বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় : আমিনুল হক

টটেনহ্যামকে উড়িয়ে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়

দুই ছাত্রলীগ নেতাকে আটক করল ছাত্রদল, পুলিশে সোপর্দ

কুমিল্লায় বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ

নিরিবিলিতে মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

১০

বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

১১

কাশ্মীর হামলা তদন্তে চীন-রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব পাকিস্তানের

১২

ডাকাত ধরতে গিয়ে ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

১৩

আল জাজিরাকে প্রধান উপদেষ্টা / শেখ হাসিনাকে চুপ রাখতে বললেন ড. ইউনূস, মোদি বললেন, ‘পারবেন না’

১৪

সোনারগাঁয়ে অবৈধ চুনা ও ঢালাই কারখানায় তিতাসের অভিযান

১৫

সিলেটে ডেভিল হান্টে আড়াই মাসে গ্রেপ্তার ৩৫৩

১৬

গ্রাম দখল করে প্লট বিক্রির অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে মামলা

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ‘গণপিটুনি’ দিয়ে পুলিশে সোপর্দ

১৮

সিলেটের ছয়টি পাথর কোয়ারির ইজারা স্থগিত

১৯

জোড়া খুনের ঘটনায় ৩ দিনের রিমান্ডে ছোট সাজ্জাদ

২০
X