সরাসরি বুড়িমারী থেকে বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে দূরপাল্লার বাস-ট্রাক আটকে সড়ক পথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। তবে ছোট ছোট যান চলাচল অব্যাহত রয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে হাতীবান্ধা মেডিকেল মোড়ে দাঁড়িয়ে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন অবরোধকারীরা।
অবরোধকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবেন বলে জানিয়েছেন তারা।
এদিকে গত (২১ এপ্রিল) ৭ দিন ধরে হাতীবান্ধা-পাটগ্রামে সড়ক পথ ও রেলপথ অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটে চার উপজেলায় ট্রেন চলাচল বন্ধ আছে।
জানা গেছে, গত বছরের ১২ মার্চ জেলার বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ১১ মাস পেরিয়ে গেলেও সরাসরি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না। এরই প্রতিবাদে আজ রোববার সকাল থেকে হাতীবান্ধা মেডিকেল মোড়ে দাঁড়িয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।
অবরোধকারীরা জানান, বুড়িমারী নামে নামকরণ হলেও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় না। পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার মানুষের দাবি অতি দ্রুত বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটের চলাচল করতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে।
অবরোধে বক্তব্য দেন বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েল, আব্দুর রাজ্জাক সবুজ, সাংবাদিক ফারুক হোসেন নিশাত, ফিরোজ হোসেন, শামসুল আলম বুলেট ও হাতীবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
মন্তব্য করুন