দিনাজপুরের হিলি (হাকিমপুর) উপজেলার আলিহাট ইউনিয়নের ১৮০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও ১০৪টি খালি বস্তা জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা চাল উপজেলা খাদ্য গুদামে রাখা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) মধ্যরাতে আলিহাট ইউনিয়ন পরিষদের পাশের স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদের চালকল থেকে এসব চাল জব্দ করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযানের সময় চালকল মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা চালগুলো উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন