ভোটের মাধ্যমে নরসিংদী জেলা বিএনপির সভাপতি পদে খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক পদে মনজুর এলাহী নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ বক্তব্যের শেষে গোপন ব্যালটে তারা নির্বাচিত হন।
ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল ভোট শেষে তাদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভা সঞ্চালনা করেন ঢাকা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। সঙ্গে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী।
মন্তব্য করুন