টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে জমে উঠেছে জামাই মেলা

জামাই মেলায় বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড়। ছবি : কালবেলা
জামাই মেলায় বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড়। ছবি : কালবেলা

টাঙ্গাইলে জমে উঠেছে দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জামাই মেলা। এ মেলায় জামাই ছাড়াও সাধারণ মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে সদর উপজেলার রসুলপুর বাছিরননেছা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। মেলা চলবে রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত।

জানা গেছে, প্রায় দেড়শ বছর ধরে সনাতন পঞ্জিকা অনুসারে প্রতিবছর ১১, ১২ ও ১৩ বৈশাখ রসুলপুরে তিন দিনব্যাপী জামাই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে কালিহাতী, ভূঞাপুর, ঘাটাইল ও সদর উপজেলার আশপাশের কয়েকটি গ্রামের মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। মেলা উপলক্ষে জামাইকে বরণ করে নেওয়ার জন্য শ্বশুর-শাশুড়িরাও বেশ আগে থেকেই নেন নানা প্রস্তুতি। এ ছাড়া মেয়ের জামাইরা মেলা থেকে শ্বশুরবাড়ির জন্য বিভিন্ন কেনাকাটা করেন।

জামাই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা বসেছেন বিভিন্ন পণ্য নিয়ে। দোকানে বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, খাবারের দোকান, মিষ্টির দোকানসহ ছোট-বড় দোকান বসেছে। মেলায় হাজারো মানুষের ঢল নামলেও মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরা।

মিলন মাহমুদ নামের এক দর্শনার্থী বলেন, মেলাটি জামাই মেলা নামে পরিচিত। মেলাটিকে কেন্দ্র করে এ এলাকার জামাইরা একত্রিত হয়। এমন মেলায় আসতে পেয়ে খুবই আনন্দিত।

রসুলপুরের বাসিন্দা সেলিম বলেন, প্রায় দেড়শ বছর ধরে এ মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার মানুষের কাছে ঈদ বা পূজা-পার্বণের মতোই এ মেলা একটি উৎসব। মেলাটি বৈশাখী মেলা হিসেবে শুরু হলেও এখন এটি জামাই মেলা হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, আমার একটি মাত্র বোন। বছরে একরার আসে এ জামাই মেলাকে কেন্দ্র করে। গতবার মেলায় জামাই আসতে পারেনি। এবার তিনি এসেছেন।

রসুলপুরের জামাই স্বপ্ন মন্ডল বলেন, গতবার আসতে পারিনি। এবারের মেলাতে প্রথম দিন আসিনি। আজ দ্বিতীয় দিন সকালে এসেছি। শ্বশুরবাড়ি এসে বিকেলে মেলায় আসছি। শ্বশুরবাড়ির বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস কিনেছি। পরে মাছ এবং মিষ্টি কিনে নিয়ে যাব। আমার শাশুড়ি মেলায় আসার সময় দুই হাজার টাকা দিয়েছেন।

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব আনিসুর রহমান বলেন, মেলা সফল করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন দোকানিরা। তারা খাবারের দোকান, মিষ্টি জাতীয় পণ্যের দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনীর দোকানও দিয়েছে। রসুলপুরের এ মেলাটি বাংলাদেশের মধ্যে অন্যতম। আজ সন্ধ্যায় এ মেলা শেষ হবে। তিন দিনে মেলায় দুই কোটি টাকারও বেশি বাণিজ্য হবে বলে আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডেভিল হান্টে আড়াই মাসে গ্রেপ্তার ৩৫৩

গ্রাম দখল করে প্লট বিক্রির অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে মামলা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ‘গণপিটুনি’ দিয়ে পুলিশে সোপর্দ

সিলেটের ছয়টি পাথর কোয়ারির ইজারা স্থগিত

জোড়া খুনের ঘটনায় ৩ দিনের রিমান্ডে ছোট সাজ্জাদ

পরিবেশগত বিবেচনায় ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার

চাঁদা আদায়কারী সেই পুলিশ সদস্য ক্লোজড

প্রবাসী বাবার লাশ উঠা‌নে রেখে পরীক্ষা দিল ছেলে

সীমান্তে কান্না, সন্তান গেল পাকিস্তান — মা রইলেন ভারতে

৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা

১০

রেমিট্যান্স আয়ে রেকর্ড গড়লেন প্রবাসীরা, রাষ্ট্র প্রবাসীদের জন‍্য কী করতে পারেন?

১১

চট্টগ্রামে কারা থাকছে টাইগারদের একাদশে?

১২

সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট গেল স্পেনে

১৩

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত

১৪

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলায় আটক ২, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

১৫

মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজিতে বক্তৃতা-উচ্চারণ-উপস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৬

কাশ্মীরে আবারও বন্দুকধারীদের গুলি

১৭

একদিনের মধ্যে দ্বিতীয় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

১৮

প্রথম মৌসুমেই রোনালদোকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

১৯

বিএনপিকর্মীদের জন্য ক্ষতিপূরণ চাইলেন আমীর খসরু

২০
X