ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সালিশের মধ্যেই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে এ ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিমনগর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে একই এলাকার ফারুক ফকিরের দীর্ঘদিন জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে সকাল থেকে সালিশ বৈঠকের মাধ্যমে জমির পরিমাপ শুরু হয়। এ সময় সীমানা নির্ধারণ নিয়ে ফিতা ধরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার পর হাতাহাতি শুরু হয়। সেই জেরে উভয় দল সালিশের মধ্যেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ফরহাদ মাতুব্বর (২৭), জাহাঙ্গীর মাতুব্বর (৬০) ও মাফিয়া বেগমকে (৪৮) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন কালবেলাকে বলেন, জমি মাপা নিয়ে নিয়ে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন