কুমিল্লার লালমাইয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়।
আটকরা হলেন পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) এবং দৌলতপুর গ্রামের মৃত আবদুল ওয়াদুদের ছেলে এনামুল হোসেন বাচ্চু। বাচ্চু পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগীর মা খোরশেদা বেগম বলেন, আমার মেয়েটা প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার দুপুরের পর জাহাঙ্গীর ঘরের পেছনের জানালা দিয়ে ডাক দিলে মেয়ে বের হয়ে যায়। জাহাঙ্গীর তাকে গ্রামের গার্ড বাড়ির একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়ে ঘরে এসে আমাকে জানালে আমি গ্রামের সর্দার-মাতব্বরদের বিষয়টি জানাই।
তিনি আরও বলেন, শুক্রবার সকাল ৭টায় উৎসবপদুয়ার সর্দার জয়নাল আবেদীন ও পাড়া দৌলতপুরের সর্দার এনামুল হোসেন বাচ্চু গ্রামের চা দোকানে বসে মাতব্বরদের নিয়ে জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং কান ধরে ওঠবস করান।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর নামের একজনকে আটক করেছি। ধর্ষণের ঘটনায় শালিস বৈঠক করায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম সর্দার এনামুল হোসেন বাচ্চুকেও আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন