লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় ভাঙচুর ও ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি ভাঙচুর বা ডাকাতির না। সেখানে মারধরের ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৫ এপ্রিল) লালমনিরহাট জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে এ ঘটনায় তিস্তা টোল প্লাজার টোল আদায়কারী ঠিকাদারের পক্ষে মামলা দায়ের করা হয়। পরে তিস্তা মোস্তাফি এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন, তিস্তা গুরিয়াদহ এলাকার সাহেব উদ্দিনের ছেলে আবু বক্কর (৪৮) ও তিস্তা দালালপাড়া এলাকার আকবর আলীর ছেলে হাসানুল ওরফে মাফু (৪০)।
লালমনিরহাট জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৩ এপ্রিল তিস্তা টোল প্লাজায় একটি মোটরসাইকেল পার হওয়ার সময় টোল সংগ্রহকারী মোটরসাইকেলটি থামানোর সংকেত দেন। এ সময় মোটরসাইকেল চালক মাহফুজার রহমান রাজু টোল দিতে অস্বীকৃতি জানান এবং তারা টোল দেন না বলে উল্লেখ করেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং টোল প্লাজার অন্যান্য কর্মচারীদের উপস্থিতিতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাইওয়ে-১ এর দায়িত্বরত এসআই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় মাহফুজার রহমানের নেতৃত্বে প্রায় ২৫/৩০ জন টোল প্লাজায় গিয়ে প্লাজার কর্মচারী জুয়েলকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথা ফেটে যায়। তারা টোল প্লাজার ম্যানেজারকেও মারধর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টোল প্লাজার আহত কর্মচারীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় টোল প্লাজায় কোনো ভাঙচুর অথবা ডাকাতির ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহফুজার রহমান ওরফে রাজু লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফির আবদুস সামাদ ব্যাপারীর ছেলে। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলতাফ হোসেন অভিযুক্ত রাজুকে গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন।
লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, তিস্তা টোল প্লাজায় হামলার ঘটনা নিয়ে কয়েকটি মিডিয়ায় নিউজে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। বিভ্রান্তি নিরসনের জন্য লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে করে ঘটনার বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
মন্তব্য করুন