কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় মো. আনিছুর রহমান নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার রসূলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনিছুর রহমান (৪০) রসূলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।
জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিছুরের নামে গত ৪ আগস্টে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও আব্দুর রাজ্জাক রুবেল হত্যার ঘটনায় দুটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
দেবিদ্বার থানার ওসি শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। দুপুর দেড়টায় তাকে আদালতে সোপর্দ করেছি। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
মন্তব্য করুন