গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান পড়ে গিয়ে আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকালে পঞ্চগড়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা গেছে, শনিবার সকাল ১০টায় গণঅধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখা আয়োজিত গণসমাবেশে যোগ দিতে রওনা হন ফারুক। এ সময় পঞ্চগড় হাইওয়ে থেকে নামতে গিয়ে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ তাকে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডিউটিরত চিকিৎসক হাতের এক্সরে করে হাত ভেঙে গেছে বলে জানান।
ফারুক হাসান কালবেলাকে বলেন, সড়ক থেকে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে। আগামীকাল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।
মন্তব্য করুন