সিরাজগঞ্জে বেলকুচিতে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজমির হোসেন (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
শনিবার (২৬ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকার ২নং ওয়ার্ডের চালা পতেঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আনে। আজমির পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে চালা পতেঙ্গা মসজিদের সামনে যমুনার শাখা নদীতে বনের ভেতর একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি ৫ম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে আজমির ধর্ষণের চেষ্টা করছে। আমরা মেয়েটিকে তার কাছে থেকে উদ্ধার করি। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারিক জানান, এক যুবককে স্থানীয় জনতা গণধোলাই দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করেছি। তার বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন