রাঙামাটির কাউখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাঠবাহী পিকআপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নিহত সবাই অটোরিকশার যাত্রী।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- রাউজানের চৌধুরীপাড়া এলাকার সোহরাব হোসেনে ছেলে তোরাব আলী, কাউখালীর মনাইরটেক এলাকার আব্দুর রহিমের মেয়ে নুর নাহার ও হাটহাজারী সাত্তার ঘাট এলাকার মাহমুদের রহামান। অন্য তিনজন রাউজান হাসপাতালে মৃত্যু হওয়ায় তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী থেকে আসা কাঠবোঝাই পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এসময়ে সিএনজির চালকসহ ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় বাকি তিনজন মারা যায়।
জানা গেছে, মরদেহ উদ্ধার করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বেতবুনিয়ায় (২৬ শনিবার) সাপ্তাহিক হাটের দিন থাকায় হাট থেকে পণ্য কেনাবেচা করেই সিএনজির যাত্রীরা বাড়িতে ফিরছিল।
এদিকে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে। তবে ঘাতক পিকআপভ্যানের চালককে আটক করতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধারের পাশাপাশি পিকআপচালককে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ।
কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে রাঙামাটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন