গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, মানুষের জমি দখল করবেন, খাল দখল করবেন, মানুষের ওপর জুলুম করবেন আবার সেই মানুষের কাছে ভোট চাইতে যাবেন কোন মুখে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তাদেরকে বলব- আপনাদের আমলনামা মানুষের সামনে আছে। নির্বাচন কিন্তু হয়নি, নির্বাচন সামনে আছে। স্থানীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে। যে যে রকম কর্ম করবেন সে সে রকম ফল পাবেন। যারা জনপ্রতিনিধি হতে চান এমপি কিংবা অন্যান্য স্থানীয় নির্বাচনে, তাদের এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকা দরকার। তাদের নেতাকর্মীদের এগুলো থেকে বিরত থাকা দরকার।
তিনি বলেন, ঢাকাসহ সারা দেশের যেখানেই যাই সেখানেই শুনি বাসস্ট্যান্ড, ট্যাম্পুস্ট্যান্ড, কাঁচাবাজার, পরিবহন মিল, ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠান, সমিতিতে আগে যেই চাঁদাবাজি, দখলবাজি চলছে এখনো চলছে, বন্ধ হয়নি। ব্যক্তির বদল হয়েছে, খাওয়াদাওয়া পার্টির বদল হয়েছে কিন্তু এই দুর্বৃত্তের বদল হয়নি। এটা যদি চলতে থাকে তাহলে মানুষ আমাদেরকেও পরিহার করবে।
নুর বলেন, ফ্যাসিবাদী শক্তি যখনই মাথা তুলে দাঁড়াবে তখনই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি তারাই যদি আবার সুযোগ পায় তাহলে আজকে যারা লড়াই সংগ্রাম করেছে তারাই ভোগান্তিতে পড়বেন। ১৬ বছরের ফ্যাসিবাদমুক্ত করতে অনেক মানুষকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা যেমন চাই নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, ঠিক একইসঙ্গে রাজনৈতিক দলগুলো যারা গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে রাজনৈতিক দলগুলো মানুষের মধ্যে পরিচিত তাদের মাঝেও যেন ফ্যাসিবাদী চরিত্র না আসে।
তিনি বলেন, আওয়ামী দুঃশাসনে যখন অন্যান্য দলগুলো কোণঠাসা, যখন অনেকেই হাল ছেড়ে দিয়েছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আওয়াজ তুলেছিলাম। ২০১৮ সালের কোটা আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের পরে আমরা বলেছিলাম এই ফ্যাসিবাদী রাষ্ট্রের পরিবর্তে রাষ্ট্র বিনির্মাণে নতুন ধারার রাজনীতি দরকার। তরুণদের এগিয়ে আসা দরকার। চব্বিশের গণঅভ্যুত্থানে আমরা সেটা প্রমাণ করেছি।
দেবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আফতাব আলম ভুঁইয়ার সভাপতিত্বে পথসভায় এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি আব্দুর রহমান, দেবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইসরাফিল আলম, দেবীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাসুদ ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মাজেদুল ইসলাম ইমু প্রমুখ।
মন্তব্য করুন