জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তার বাবা কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ প্রায় ১৫ বছর পর নিজ গ্রামে কনসার্ট করলেন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ পাকিসা দাসমনি মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।
কনসার্টে শুধু হাবিব ও ফেরদৌস ওয়াহিদই নয়, গান ও নাচ পরিবেশন করেন একঝাঁক তরুণ শিল্পীও। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকে। অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রিয় শিল্পীদের গান শুনতে। তবে কিছুটা ব্যাঘাত ঘটে সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে। এ কারণে হাবিব ওয়াহিদ ট্রেক (কারকী) ব্যবহার করে গান পরিবেশন করেন।
মন্তব্য করুন