দিনাজপুরের কাহারোলে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) মুকুন্দপুর ইউনিয়নের হাতিশা গ্রামে আব্দুল গাফফারের বাড়িতে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন- হাতিশা গ্রামের মো. আব্দুল গাফফার (৬০), আব্দুল জলিল (৫০), কার্তিক রায় (৪৫), পাইকপাড়া গ্রামের মো. কাসেম আলী (৪০), গোপালপুর গ্রামের দেব কুমার (৫২) ও দৌলতপুর গ্রামের গোপাল রায় (৪২)।
অভিযানে কাহারোল থানার এসআই তবারক হোসেন নেতৃত্ব দেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া খেলার দুই সেট তাস জব্দ করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে কাহারোল থানার ওসি মো. ফারুকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের সতর্ক করার পরেও তারা আবার জুয়া খেলায় লিপ্ত হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন