মুন্সিগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই বন্ধু।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মিরাজ (১৬) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের কামাল হোসেনের ছেলে এবং গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন- সাকিব (১৫) ও রাকিব (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আলীপুরা থেকে তিন বন্ধু মোটরসাইকেল করে ভ্রমণে বের হন। মানাবে ওয়াটার পার্ক এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ঢাকামুখী লেনে ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তিন বন্ধু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন