ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল নোটসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে মদনপুর চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো আলাউদ্দিন, জহির উদ্দিন বাবর ও লোকমান। তারা সবাই মদনপুর চরের বাসিন্দা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ফলে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও ডাকাত দমনের পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ডাকাত দমনে কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন