গণতন্ত্র পুনরুদ্ধারের সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো হবিগঞ্জ জেলা ছাত্রদলের দুই নেতার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা হলেন-জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ছাত্রদল নেতা ইয়ামিন হাসান।
শুক্রবার (২৫ এপ্রিল) হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা ও তাদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।
বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গাউসের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জি কে গাউস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আহত ও দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়াদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. মো. রফিকূল ইসলাম তার বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিস্ট আন্দোলনে শহীদ ও গুম হওয়া নেতাকর্মীদের স্মরণ করেন৷
তিনি বিগত ফ্যাসিস্ট আমলে বিচার বহির্ভূতভাবে হত্যার স্বীকার ২৬৯৯ জন যাদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী বলে উল্লেখ করেন। একইসঙ্গে বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা দেড় লক্ষাধিক মামলার কথা স্মরণ করিয়ে বিগত সরকারের নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন।
তিনি বলেন, বিগত আন্দোলনে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই আহত হননি মাই টিভির সাংবাদিক শুভসহ অনেক সাংবাদিকও আহত হয়েছেন। তিনি সাইদুর রহমান, ইয়ামিন হাসান ও মাই টিভির সাংবাদিক শুভর উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। সাইদুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আহতদের দুঃসহ স্মৃতিচারণায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আহতরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্য বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, সহযোগী অধ্যাপক ডা. নাবিদ আলম, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন