কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান সাদকপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মাওলানা মো. জাহেদ আলী মজুমদারকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সুসজ্জিত গাড়িতে করে দীর্ঘ ৩৬ বছর ২ মাসের শিক্ষকতা জীবনের শেষে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এর আগে একই দিন দুপুর থেকে ওই শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করেন মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় এলাকাবাসী।
এতে শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করছেন অনুষ্ঠানের অতিথিরা। চাকরি জীবনের বিদায়বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত মুফতি মাওলানা মো. জাহেদ আলী মজুমদার কুমিল্লার লালমাই উপজেলার বাসিন্দা। দীর্ঘ ৩৬ বছর ২ মাস ওই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষককে পবিত্র ওমারাহ হজ পালনের একটি প্যাকেজ উপহার দেওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীদের পক্ষ থেকেও বিভিন্ন উপহার ক্রেস্ট, নগদ টাকা দেওয়া হয়েছে।
গাড়িতে ওঠার সময় বিদায়ী শিক্ষককে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের এমন আয়োজনে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টংঙ্গী শাখার অধ্যক্ষ ড. মাওলানা হিফ্জুর রহমান।
বিদায়ী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মাওলানা আবু বকর মো. কাউছার ও সদস্য সচিব প্রভাষক মাওলানা মো. জহির রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ শহিদ উল্লাহ, ডক্টর কুতুব উদ্দিন বখতিয়ার।
বক্তব্য ও স্মৃতিচারণ করেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন স্মরণ, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবু তাহের, মো. নওশের আহম্মেদ ভূইয়া, মো. আলাউল করিম, এস আই মোবারক হোসেন, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. আবু জাফর খোরশেদ, এটিএম আইয়ুব আলী, মো. ফারুক আহমেদ চৌধূরী, প্রাক্তন ছাত্র আলহাজ মাওলানা বদিউল আলম ভূঁইয়া, মো. ছাব্বির আহমেদ, মো. বেলাল হোসাইন, মো. আলা উদ্দিন প্রমুখ।
মাদ্রাসাটির ভাইস প্রিন্সিপাল মাও. আবু জাফর খোরশেদ বলেন, বিদায় বড় কষ্টের তবুও মানতে হবে। আমাকেও এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাকে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা। জমকালো এই ব্যতিক্রমী আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন