দৈনিক কালবেলার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ও নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওমর ফারুকের বাবা আব্দুল হামিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পাঁচ সন্তান ও স্ত্রী রেখে গেছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার পেরিয়া ইউপির মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুল হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করেন নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন তানভীর, অর্থ সম্পাদক মহিবুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন