চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি ঘটনায় বিএসআরএমের বেপরোয়া গতির দুটি স্ক্র্যাপবাহী ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে ধাক্কা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার বাঁশবাড়িয়া ও কুমিরা এলাকার চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- মিরসরাই উপজেলার মোহাম্মদ রাকিব (১৭) ও কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সরোয়ার আলম (৩৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডাম্প ট্রাকের দুই ড্রাইভার।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাকিব একটি লরির হেল্পার। সকালে লরিটি মহাসড়কের পাশে থামিয়ে একটি চায়ের দোকানে নাস্তা করতে নামেন। এ সময় বিএসআরএম স্ক্র্যাপবাহী ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় বিএসআরএমের স্ক্র্যাপবাহী ডাম্প ট্রাকচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে সরোয়ার আলম নামের ইউরোটেক্সের এক কর্মচারী ঢাকামুখী লেনে রাস্তার পাশে হাঁটছিলেন। এ সময় বিএসআরএমের স্ক্র্যাপবাহী একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্ক্র্যাপবাহী ডাম্প ট্রাকটিতে থাকা চালকও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাযন।
এর আগে গত ২০ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার উত্তর বাইপাসে ঢাকামুখী লেনে বিএসআরএমের স্ক্র্যাপবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে ঢাকামুখী লেনে প্রায় ৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। যার কারণে চট্টগ্রামমুখী লেনের উল্টো পথে ঢাকামুখী লেনের গাড়িগুলো চলাচল করে। যার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়।
স্থানীয়দের মাঝে মহাসড়কে বেপরোয়া গতিতে বিএসআরএমের স্ক্র্যাপবাহী বিভিন্ন ধরনের যান চলাচল করার কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন কালবেলাকে বলেন, পৃথক সময়ে বিএসআরএমের স্ক্র্যাপবাহী ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন