চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে পাঁচটি দোকানে চুরি হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) রাতে মিরসরাই সরকারি মডেল উচ্চবিদ্যালয় মার্কেটের দ্বিতীয় তলায় এ চুরি হয়।
এ ঘটনায় ভাই ভাই টেলিকমের ৩৫টি মোবাইল ফোন, দুবাই ইলেকট্রিক থেকে ২০ হাজার টাকা এবং অন্যান্য দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র খোয়া গেছে।
মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মো. নুর উদ্দিন বলেন, ‘শুক্রবার রাতে স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ভাই ভাই টেলিকম, তাকওয়া ফ্যাশন গ্যালারি, দুবাই ইলেকট্রিক, এন.এস. ট্রাভেল ও ইজি ট্রাভেলস২৪-এর দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা।’
তিনি আরও বলেন, ‘এর আগেও একাধিকবার এ মার্কেটের বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে। ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।’
ভাই ভাই টেলিকমের মালিক বলাই নাথ বলেন, ‘সিসিটিভির ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, একটি ছেলে আমার দোকানের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। যে মালামাল নিয়ে গেছে এতে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। কিছু দিন আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছি। এখন কী করব বুঝতে পারছি না।’
মিরসরাই থানার এএসআই মো. সানা উল্লাহ বলেন, ‘স্কুল মার্কেটের দোকানে চুরির ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন