রাজশাহীর বাগমারায় পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশত কৃষকের কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আউচপাড়া ইউনিয়নের খোদাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বাগমারা ও মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় অর্ধশত কৃষকের পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার আউচপাড়া ইউনিয়নের খোদাপুর গ্রামের ইমান আলীর পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী পানবরজগুলোতে ছড়িয়ে পড়ে। লোকজন জুমার নামাজ পড়তে মসজিদে যায়। ওই সময় কয়েকজন শিশু আগুনের বিষয়টি দেখতে পায় এবং চিৎকার দিতে শুরু করে।
শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন দেখে বাগমারা ও মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিসকে জানায়। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আসার আগেই প্রায় ২০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক ইমান আলী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। পানবরজগুলোতে পুরোনো পান ছিল। বর্তমান বাজারে প্রায় কোটি টাকার পান বিক্রি হতো।
বাগমারা উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার ইব্রাহীম আলী ও মোহনপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার পানবরজ পুড়ে গেছে।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। বর্তমানে ঘটনাস্থলে গিয়ে ক্ষতির পরিমাণ নির্ধারণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন